ইসলাম

কোন কোন সময় দোয়া করলে, দোয়া কবুল হয়!

কোন কোন সময় দোয়া করলে, দোয়া কবুল হয়.

সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা আল্লাহ তালার অশেষ রহমতে ভালোই আছেন।

মহান আল্লাহতালা চান যে বান্দা তার কাছ থেকে চাক, আল্লাহ তালা বান্দার ডাকে সাড়া দেয়ার জন্য মুখিয়ে থাকেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সঃ ) তার হাদিসের মাধ্যমে দোয়া কবুল হওয়ার কিছু সময় উল্লেখ করে গেছেন।
চলুন আজ আমরা জানবো কোন কোন সময় বা কখন দোয়া করলে মহান আল্লাহ তালা বেশি খুশি হন এবং তাড়াতাড়ি দোয়া কবুল হয়.

১. আজানের সময় অর্থাৎ আজান শেষ হলে ওই সময় দোয়া করলে, দোয়া কবুল হয়. (আবু দাউদ ২৫৪০)
২. আজান ও একামতের মধ্যবর্তী সময় দোয়া করলে, দোয়া কবুল হয়. (তিরমিজি ৩৫৯৪)
৩. সালাতে সিজদাহরত অবস্থায় দোয়া করলে, দোয়া কবুল হয়. (মুসলিম ৪৮২)
৪. নামাজের সালাম ফিরানোর আগে ও পরে দোয়া করলে, দোয়া কবুল হয়. (নাসাঈ ১৩০০)
৫. সফরের সময় মুসাফিরের দোয়া কবুল হয়. (বায়হাকি ৩/৩৪৫)
৬. সূর্য ঢোলে পড়লে অর্থাৎ জোহরের আগে দোয়া করলে, দোয়া কবুল হয়. (তিরমিযী ৪৭৮)
৭. যমযম কূপের পানি পান করার সময় দোয়া করলে, দোয়া কবুল হয়. (ইবনে মাজাহ ৩০৬২)
৮. রাতের শেষ ভাগ বা শেষ তৃতীয়াংশে দোয়া করলে, দোয়া কবুল হয়. (তিরমিযী ৩৪৯৯)
৯. ইফতারের সময় দোয়া করলে, দোয়া কবুল হয়. (সিলসিলাতুল সহীহাহ ১৭৯৭)
১০. জিকির করার পর দোয়া করলে, দোয়া কবুল হয়. (বুখারী ৬৪০৮)
১১. ওযু অবস্থায় ঘুমিয়ে গেলে জাগ্রত হয়ে দোয়া করলে, দোয়া কবুল হয়. ( আবুদাউদ ৫০৪২)
১২. মোরগ ডাকার সময় দোয়া করলে, দোয়া কবুল হয়.(বুখারী ৩৩০৩)
১৩. বৃষ্টির সময় দোয়া করলে, দোয়া কবুল হয়. (আবু দাউদ ৩০৭৮)
১৪. কোন ভালো অথবা নেক কাজের অসীলা দিয়ে দোয়া করলে, দোয়া কবুল হয়. (বুখারী ২২১৫)
১৫. ইসমে আযম পাঠ করার পরে দোয়া করলে, দোয়া কবুল হয়. (আবু দাউদ ১৪৯৩)
১৬. জুমার দিনে বিশেষ সময়ে অর্থাৎ আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় দোয়া করলে, দোয়া কবুল হয়. (বুখারী ৬৪০০)
১৭. দুয়া ইউনুস পাঠ করার পর দোয়া করলে, দোয়া কবুল হয়. (আবু দাউদ ৩৫০৫)
১৮. সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ দুই আয়াত তেলোয়াত করার পরে দোয়া করলে, দোয়া কবুল হয়. (মুসলিম ১৭৬২)

কোন কোন সময় দোয়া করলে, দোয়া কবুল হয়

পবিত্র হাদিস থেকে আমাদের প্রিয় নবীর কিছু হাদিস তুলে ধরলাম। উক্ত হাদিসের আলোকে মহান আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সেই সময় গুলিতে দোয়া করার তৈফিক দান করুন যে সময় গুলিতে দোয়া করলে মহান আল্লাহতালা রাজি ও খুশি থাকেন এবং আমাদের মনের নেক আশাগুলি পূরণ করুন!

আমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *